当前位置:首页 >कर्नाटक न्यूज़ >সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, নিয়মিত দেওয়া হচ্ছে স্টিম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, নিয়মিত দেওয়া হচ্ছে স্টিম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাততস্থিতিশীল।নিয়মিত দেওয়া হচ্ছে স্টিম। হাসপাতাল সূত্রে এ খবর জানানো হয়েছে।স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন জাতীয় ক্রিকেট অধিনায়ক। ঘরে বসে টেলিভিশন দেখছেন। কথা বলছেন চিকিত্সকদের সঙ্গেও।অক্সিজেনের স্যাচুরেশনলেভেল ৯৯% রয়েছে। সকালে ব্রেক ফাস্ট করেছেন। দুপুরে লাঞ্চ করেছেন তিনি। সুস্থ এবং স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক সপ্তর্ষি বসু।সৌরভ গঙ্গোপাধ্যায়কে মাল্টি ভিটামিন,সৌরভগঙ্গোপাধ্যায়েরশারীরিকঅবস্থাস্থিতিশীলনিয়মিতদেওয়াহচ্ছেস্টিম ভিটামিন সি-জাতীয় ওষুধ দেওয়া হচ্ছে। ফুসফুস সুস্থ রাখতে নিয়মিত দেওয়া হচ্ছে স্টিম। বৃহস্পতিবারচেস্টএক্স-রে করার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তিনি করোনার নয়া ভ্যারিয়েন্টওমিক্রনে আক্রান্ত কি না, তা জানতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই পরীক্ষার রিপোর্টও বৃহস্পতিবারইএসে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।হাসপাতালের তরফে জানানো হয়েছে,রাতে ঘুম ভালো হয়েছে।বুধবার বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে তাঁকে ছাড়া হবে কি না, তা নিয়ে এখনও কোনওসিদ্ধান্ত হয়নি। আজকে জেরোম সিকোয়েন্সেইং-এর রিপোর্ট আসার পরই কোনো সিদ্ধান্ত নেবেন চিকিৎসকদের নিয়েগঠিত প্যানেল।সোমবার রাতে সৌরভের কোভিড পজিটিভ রিপোর্ট আসে। তার পর থেকে আলিপুরের বেসরকারি হাসপাতালে নিভৃতবাসে রয়েছেন। ফোন করে সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দরকারে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর দফতর থেকেও ফোন এসেছে। সৌরভের কুশল জানতে চেয়েছেন নরেন্দ্র মোদীও।

(责任编辑:रॉयल चैलेंजर्स)

    相关内容
    推荐文章