সবাইকে টেক্কা দিয়ে দর্শকদের সবচেয়ে পছন্দের ধারাবাহিক খড়কুটো
作者:आपलं २०२३ 来源:सोना चांदी का भाव 浏览: 【大中小】 发布时间:2023-09-17 07:32:24 评论数:
যত দিন যাচ্ছে জনপ্রিয়তার নিরিখে সব ধারাবাহিককে ছাপিয়ে দর্শকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিচ্ছে ধারাবাহিক খড়কুটো। রোজ সন্ধ্যায় মুখোপাধ্যায় পরিবারের রোজনামচায় রীতিমতো সরগরম থাকছে বাঙালির ড্রইং রুম। সম্প্রতি প্রকাশিত রেটিংয়েও দেখা যাচ্ছে তার প্রভাব।১০.৬ পয়েন্ট নিয়ে ১ নম্বর স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক খড়কুটো। ৯.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার অন্য ধারাবাহিক শ্রীময়ী। নাম ভূমিকায় ইন্দ্রানী হালদার এবং খলনায়িকা জুন আন্টির ভূমিকায় উষসী চক্রবর্তীর অভিনয়ও যথেষ্ট জনপ্রিয়। ৯.৪ পয়েন্ট পেয়ে তিনে রয়েছে জি বাংলার ধারাবাহিক কৃষ্ণকলি। চারে যুগ্ম ভাবে রয়েছে রাসমণি এবং মোহর।এ ছাড়া প্রথম দশে রয়েছে মিঠাই,সবাইকেটেক্কাদিয়েদর্শকদেরসবচেয়েপছন্দেরধারাবাহিকখড়কুটো খেলাঘর, যমুনা ঢাকি, দেশের মাটি, মহাপীঠ তারাপীঠ, গঙ্গারাম এবং সাঁঝবাতির মতো জনপ্রিয় ধারাবাহিক।